ডলফিন এক্সপ্রেস বাংলাদেশের সড়ক পরিবহন জগতে একটি ঐতিহ্যের নাম। ২০২০ সনে যাত্রী পরিবহন সেবায় নিজেকে নিয়োজিত করে নিজ জেলা শহর কুয়াকাটা থেকে ডলফিন এক্সপ্রেস-এর যাত্রা শুরু করেন, বর্তমানে ৩ বছর পার করে সুবর্ণজয়ন্তীর দোড়গোড়ায় দাড়িয়ে। প্রায় ১৫ টি এসি/নন-এসি লাক্সারী চেয়ার কোচ বাস নিয়ে দেশের অন্যতম বৃহৎ বাসের বহর রয়েছে।
বাংলাদেশের প্রাইভেট কোম্পানী হিসেবে ২০২০ সাল থেকে বরিশাল-কুয়াকাটা-যশোর-বেনাপোল-খুলনা-সাতক্ষীরা-শ্যামনগর বাস সার্ভিস চালু করার মাধ্যমে ডলফিন এক্সপ্রেস সেবা প্রদান করে যাচ্ছে । এই সুদীর্ঘ সময়ে অসংখ্য সম্মাননা পেয়ে, অভ্যন্তরীণ রুটে আস্থা ও সেবার মাধ্যমে যাত্রীদের কাছে একটি আস্থার প্রতীক ডলফিন এক্সপ্রেস। ১১০ লোকের দক্ষ জনবল দিয়ে সুনামের সাথে দেশে যাত্রীসেবায় অনন্য ভূমিকা পালন করছেন। মালিক-শ্রমিক সম্পর্কের ভিত্তিতে সড়ক পরিবহনের একটি প্রতিষ্ঠানের নাম ডলফিন এক্সপ্রেস।
Address: Mridha Bari Road, Town Kalikapur, Potuakhali.